কালবেলা সময় ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে সাধারণ আলেম সমাজ তাদের লিখিত মতামত জানিয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে একটি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায়ভিত্তিক এবং ইসলামি মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। সাধারণ আলেম সমাজ মনে করে, এটি শুধু একটি গণআন্দোলন নয়, বরং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। আলেম সমাজের পক্ষ থেকে শহিদ ও আহতদের স্বীকৃতি, পুনর্বাসন, নেতৃত্বের স্বীকৃতি এবং দৃশ্যমান বিচার প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানানো হয়। পাশাপাশি সংবিধান পুনর্লিখনের জন্য গণপরিষদ গঠন এবং ফ্যাসিবাদী কাঠামো বিলোপের আহ্বান জানানো হয়েছে।
তারা আরও উল্লেখ করে, ইসলামি মূল্যবোধ এবং ধর্মীয় ঐতিহ্যের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে সাধারণ আলেম সমাজ। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা শিক্ষার্থী ও ধর্মপ্রাণ জনগণের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। এ বিষয়ে তথ্য উপদেষ্টা জানিয়েছেন, শহিদ পরিবারের জন্য আগামী ফেব্রুয়ারি থেকে আর্থিক সহায়তার কার্যক্রম শুরু হবে। জনগণের ইচ্ছার প্রতি সরকারের দায়বদ্ধতার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

